কুষ্টিয়ার একটি হাসপাতালে জোড়া মাথা নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। কুষ্টিয়ায় এরকম বাচ্চা জন্মের ঘটনা এটিই প্রথম।
শনিবার (২৬ অক্টোবর) কুষ্টিয়া শহরের সনো হাসপাতালে ৩ টার সময় ড. সুস্মিতা পালের তত্ত্বাবধানে এই শিশুর জন্ম হয়।
জানা যায়, কুষ্টিয়া সদর উপজেলার দহকুলার তরিকুলের স্ত্রী এ্যানি আক্তারের গর্ভ থেকে এ শিশুর জন্ম হয়। জন্মের পর থেকেই এই শিশুটিকে দেখতে কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলের উৎসুক জনসাধারন ভিড় জমায় সনো হসপিটালে।
ড. সুস্মিতা পাল জানান, এই রকম বাচ্চা কুষ্টিয়ায় এটিই প্রথম। বর্তমানে শিশুকে কুষ্টিয়া সনো হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি জানান, আল্ট্রাসনো করে আমরা প্রথমেই বিষয়টি আচ করতে পেরেছিলাম। এরপর সবোর্চ্চ সতর্কতার সঙ্গে অপারেশনের মাধ্যমে বাচ্চাকে ভূমিষ্ঠ করা হয়। দু’টি মাথা ছাড়াও বাচ্চাটির দুই হাতের পাশাপাশি একটি হাতের পাশে আরও একটি ছোট হাতের মত রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সুস্থ ছিল বলে জানা যায়। তবে ৭২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত আশংকা মুক্ত হওয়া বা এই শিশুর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না বলে জানান ওই চিকিৎসক।