কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উদযাপিত হয়েছে। নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০১৮ উদযাপিত হয় ।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১ টায় কুষ্টিয়া খাদ্য কর্মকর্তা তানভীর রহমানের সভাপতিত্বে কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন চত্বর প্রদক্ষিন শেষে ডিসি কোর্টের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান।
সভায় কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক হাসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদিনসহ খাদ্য কর্মকতা, স্কুলের শিক্ষক-শিক্ষাথী, ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।