কারখানায় সংরক্ষিত মিষ্টির ভিতরে মাছি ,পিপড়া ও পোকা, নষ্ট- পচাঁ, বাসী মিষ্টি বিক্রয় এবং ফ্রিজে পচাঁ দই সংরক্ষণের অপরাধে জগদীশ মিষ্টান্ন ভান্ডার মালিককে ৩০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান।
জানাযায়, গত মঙ্গলবার রাতে একজন ক্রেতা শহরের বড় বাজার রেলগেট সংলগ্ন জগদীশ মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি ক্রয় করেন এবং সেই মিষ্টি খেতে গিয়ে দেখেন মিষ্টি নষ্ট ও পচাঁ গন্ধ হয়ে গিয়েছে। ভুক্তভোগী ক্রেতা তাৎক্ষানিক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দেয় । ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সকালে শহরের বড় বাজার রেলগেট এলাকায় জগদীশ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালায়।
এসময় কারখানায় সংরক্ষিত মিষ্টির ভিতরে মাছি, পিপড়া ও পোকা, নষ্ট- পচাঁ, বাসি মিষ্টি বিক্রয় এবং ফ্রিজে পচাঁ দই সংরক্ষণের অপরাধ এবং অভিযুক্তকারীর অভিযোগের সত্যতা পাওয়ায় জগদীশ মিষ্টান্ন ভান্ডার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা ও সেই সাথে ভবিষ্যতে নষ্ট, বাসি ,পচাঁ খাদ্য বিক্রি না করার লিখিত অঙ্গিকারনামা দেন।
এসময় সদর উপজেলা সেনেট্রারী ইনেসপ্রেক্টর, বাজার প্রতিনিধি, সাংবাদিক ও পুলিশ বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।