কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদীপুর গ্রামে আল সালেহ মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীদের ইভর্টিজিং করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে। এই মোবাইল কোর্টে অন্তরকে ১৫ দিন ও সোহেলকে ৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
ইভর্টিজার অন্তর মিরপুর উপজেলার সিলিসপুর গ্রামের মজিবরের ছেলে ও সোহেল দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের দুজরুলের ছেলে।
বিদ্যালয়ের ছাত্রীদের অভিযোগ তারা রাস্তা দিয়ে বিদ্যালয়ে আসার সময় ইট ভাটার ট্রলি ড্রাইভার ও তাদের সাথে থাকা লোকজন বিভিন ভাষায় খারাপ কথা বলে এমন কি সিগারেট খেয়ে তাদের দিকে ধোয়াঁ দেয়। বার বার নিষেধ করার পরেও তারা শোনে না । আজ মঙ্গলবার আবার ছাত্রীদের অপমান করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন জানান,মেয়েদের বেশ কিছুদিন আগে থেকে বখাটেরা বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিল। আজ একটি মেয়ের স্কুল ব্যগ কেড়ে নিলে সে আমাদের এসে জানালে আমরা তাদের গাড়ী আটক করি এবং দৌলতপুর উপজেলা প্রশাসন কে বিষয়টি অবগত করলে তাৎখনিক ভ্রাম্যমাণ আদালতে তাদের বিচার করে।