কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগে রিপন শেখ (২১) নামের এক বখাটের চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রিপন শেখ উপজেলার যদুবয়রা ইউনিয়নের মৃত আকব্বর শেখের পুত্র।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান জানান, রিপন দীর্ঘ সময় ধরে স্কুলে যাওয়া আসার পথে নবম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতো। তার বিরুদ্ধে এর আগে ওই ছাত্রীকে একাধিকবার উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।
আজ আবারো মেয়েটিকে উত্ত্যক্ত করার সময় বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাকে হাতে নাতে ধরে পুলিশে খবর দেই। পরবর্তীতে রিপনকে দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমান বলেন, বখাটে রিপন আমার বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে নিয়মিত উত্ত্যক্ত করতো। এর আগেও রিপনের বিরুদ্ধে উত্ত্যক্ত এর অভিযোগ উঠলে মুচলেকার মাধ্যমে তাকে সাধারণ ক্ষমা করা হয়।
কয়েকদিন পর রিপন আবারো ওই ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত শুরু করে। বিষয়টি ইউএনও অফিসকে জানালো হলে সেখানে উভয় পক্ষের উপস্থিতে মুচলেকার মাধ্যমে আবারো রিপনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বার বার মুচলেকার পরও রিপন ওই ছাত্রীকে ইভটিজিং করে আসছিল। আজ (বৃহস্পতিবার) বিদ্যালয় চলাকালীন সময় রিপন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা অবস্থায় হাতে নাতে ধরা পরে।