Monday, September 25, 2023
প্রচ্ছদকুষ্টিয়াকুষ্টিয়া সদরকুষ্টিয়ায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

কুষ্টিয়ায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

Published on

রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজন, নার্স, পুলিশ ও ইন্টার্ন ডাক্তারদের বিশৃঙ্খলায় চরম ভোগান্তিতে সাধারণ রোগীরা ।

ঘটনার সূত্রপাত বেলা সোয়া দুইটার দিকে। ভর্তিকৃত রোগী বিনা চিকিৎসায় মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নার্স, হাসপাতালেরই স্টাফ ও পুলিশদের রোগীর স্বজনদের ওপরে হামলার ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার বশির আহমেদ (৬০) শ্বাসকষ্ট নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। বেলা দুইটার দিকে তিনি মারা যান। রোগীর কয়েকজন স্বজন অভিযোগ করেন, তাঁরা অক্সিজেন চেয়েও পাননি। এ জন্য তাঁদের রোগীর মৃত্যু হয়েছে। এ অভিযোগে রোগীর স্বজনেরা হাসপাতালের চিকিৎসকদের ওপর চড়াও হন।

ওয়ার্ডের প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে আসার পর বিনা চিকিৎসায় মারা যায় ওই রোগী এমনই অভিযোগে স্বজনরা নার্সদের উপর চড়াও হয়। এক পর্যায়ে নার্স ও ডাক্তারদের দায়িত্বে অবহেলার অভিযোগ ডাক্তার নার্স ও রোগীর স্বজনরারা বাকবিতন্ডায় জরিয়ে পরে। এ সময় সেখানে উপস্থিত হন রাশেদ নামের এক পুলিশ সদস্য। কোন কিছু বুঝে উঠার আগেই ওই পুলিশ সদস্য লাঠিচার্জ শুরু করেন রোগীর স্বজনদের উপর। এক পর্যায়ে পুলিশ ডাক্তার নার্স ও রোগীর স্বজনদের হৈ- হট্টগোলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে।

প্রত্যক্ষদর্শী রোগী ও রোগীর স্বজনরা জানায়, রোগীর স্বজনরা কান্নারত অবস্থায় রোগীর ফাইল ছুরে দিলে নার্স ও ডাক্তার চড়াও হয় । এ নিয়ে ডাক্তার নার্স ও রোগীর স্বজনদের তুমুলঝগড়া শুরু হলে সেখানে পুলিশই প্রথমে রোগীর স্বজনদের ওপর হামলা চালায়। এতে রোগীর স্বজনরাও পুলিশের সাথে সংঘর্ষে জরিয়ে পরে। এ সময় অন্যান্য রোগী ও স্বজনরা অতংকিত হয়ে পরে। পরে কুষ্টিয়া সদর থানা থেকে আরো পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হাসপাতালের কর্রব্যরত পুলিশ সদস্যা রাশেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে তিনি ছুটে যান ওয়ার্ডে। সেখানে গিয়ে তিনি রোগীর উত্তেজিত স্বজনদের বোঝানোর চেষ্টা করলে স্বজনরা তার উপর চড়াও হয়। এক পর্যায়ে তার জামা টেনে ধরে এবং অকাথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরে সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে এই ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে চিকিৎসকরা হাসপাতালের বাহিরে এসে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করতে থাকে। এ সময় জরুরী বিভাগে চিকিৎসক না থাকায় চিকিৎসা নিতে আসা রোগী নিয়ে চরম ভোগান্তিতে পরে স্বজনরা। এ ছাড়াও এর কিছু সময় পরে ওয়ার্ডে ৩ মহিলা ওয়ার্ডে মৃত্যু হয় পোড়াদহ বাগডাঙা গ্রামের ইয়াকুব শেখের স্ত্রী জহুরা খাতুন (৭৫)। চিকিৎসক না থাকায় মৃত সনাক্ত করার মত কোন ডাক্তার হাসপাতালে না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করে পরে লাশ নিয়ে চলে যায় স্বজনরা। এছাড়াও সন্ধ্যায় হাসপাতালের স্ক্যানুওয়ার্ডে মিরপুর উপজেলার হাজরাহাটি গ্রামের হাজ্জাদের ৩ দিন বয়সের এক নবজাতক শিশুর মৃত্যু হয় ।

রাতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আর এম ও) ডা: তাপস কুমার সরকার জানান, ঘটনার পর পরই চিকিৎসকরা কিছু সময়ের জন্য কর্মবিরতিতে গিয়ে ছিল। এখন পরিস্থিত স্বাভাবিক। আর কোন সমস্যা নেই।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...