Sunday, March 26, 2023
প্রচ্ছদকুষ্টিয়াকুমারখালীকুষ্টিয়ায় চিকিৎসকসহ নতুন আরো ২ ব্যক্তি করোনায় আক্রান্ত

কুষ্টিয়ায় চিকিৎসকসহ নতুন আরো ২ ব্যক্তি করোনায় আক্রান্ত

Published on

কুষ্টিয়ায় আরো দুইজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার এক জন চিকিৎসক ও কুমারখালী উপজেলার ষাটোর্দ্ধ এক বৃদ্ধা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ ও কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত দুই দিনে কুষ্টিয়ার ৪টি উপজেলায় পাঁচজন করোনা রোগী চিহ্নিত হলো। কুষ্টিয়া জেলায় এই প্রথম দু’দিনে ৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। আক্রান্ত ৫জনই পুরুষ। এদের মধ্যে একজন চিকিৎসক, একজন পুলিশের এসআই, একজন ব্যাংক কর্মকর্তা ও ২জন ষাটোর্দ্ধ। আক্রান্ত চিকিৎসকের বাড়ি ভেড়ামারা, ব্যাংক কর্মকর্তার বাড়ি কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায়, পুলিশের এস আই এর বাড়ি খোকসা উপজেলায় ও ষাটোর্দ্ধ ২জনের বাড়ি কুমারখালী উপজেলায়।

উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, চর মহেন্দ্রপুর পদ্মা নদীর চর অঞ্চলে অবস্থিত। সেখানে মেডিকেল টিম এবং প্রশাসনের লোকজন যাচ্ছে। এরপর তিনি কাদের সাথে মিশে ছিলেন সে সম্পর্কে খোঁজ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হবে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, চিকিৎসকের বাড়িটিকে লকডাউন করা হয়েছে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশেপাশের বাড়ি বা এলাকা সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন জানিয়েছেন, আক্রান্তরা তাদের বাড়িতেই আছেন। করোনার উপসর্গ থাকায় গত ২১ এপ্রিল তাদের দুজনের শরীর থেকে নুমানা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পরদিন ২২ এপ্রিল সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে তাদের দুজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় গত দুদিনে পাঁচজনের করোনাভারাস শনাক্ত হলো।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শরীরে তেমন উপসর্গ দেখা না দেয়ায় ওই মেডিকেল অফিসার প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালেও হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে তার করোনাভাইরাস শনাক্তের সংবাদ আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও তিনি ভেড়ামারা শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল সনো হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারে সনো লজিস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। স্ত্রী-সন্তান ঢাকায় থাকেন। তিনি একাই ভেড়ামারা শহরের দক্ষিণ রেল গেট এলাকার বাসা ভাড়া থাকেন।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এখানে কর্মরত ১২ জন চিকিৎসক, ১২ জন নার্সসহ প্রায় ৬৫ জন স্টাফের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, করোনা ভইরাস পজেটিভ ব্যক্তিদের আসেপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায়...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...