কুষ্টিয়ায় চাকা খুলে যাত্রীবাহী ইজিবাইক উল্টে খাদে পড়ে চালকসহ ৭ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া ইবি থানার পাটিকাবাড়ী ওয়াপদা গোরস্থান মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ইজিবাইকটি ছয়জন যাত্রী নিয়ে কুষ্টিয়া যাবার পথে ওয়াপদা গোরস্থান মোড় অতিক্রম করার সময় ভাঙায় পড়ে চাকা খুলে যায়। এ সময় চলন্ত ইজিবাইকটি উল্টে রাস্তার পাশের মাঠের মধ্যে ধান ক্ষেতে পড়ে যায়। এতে চালকসহ ৭ যাত্রী শরীরের বিভিন্ন জায়গাতে আঘাত পেয়ে আহত হয়। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় ৷