কুষ্টিয়া শহরের লাইফ লাইন হিসেবে পরিচিত গড়াই খাল দখল-দূষণে মরণাপন্ন। এ খালে এবার খনন শুরু করেছে পৌরসভা। দু’পাশে সড়ক নির্মাণ, বৃক্ষ রোপণ এবং খালের পানিতে দরিদ্র নারীদের হাঁস ও মাছ চাষের পরিকল্পনাও নেয়া হয়েছে।
কুষ্টিয়ার কমলাপুর দিয়ে বাড়াদি এলাকায় সাইবেরিয়া বিল পর্যন্ত ছিল খালটি। গড়াই নদীর অন্যতম শাখা খালের নামও গড়াই খাল। পলি জমে এবং দখল হয়ে অনেক আগেই এর প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের পরিবেশও বিষাক্ত হয়ে পড়েছে।
কয়েক যুগ পর খাল উদ্ধার ও খনন কাজ শুরু করল পৌরসভা, জানিয়েছেন কুষ্টিয়া পৌরসভার নগর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ।
এ উদ্যোগে খুশি নাগরিকরা। খালে যাতে সারা বছর পানি থাকে সে ব্যবস্থা করার দাবি জানান তারা।
গড়াই খালে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়ার পর এটি যাতে আর কেউ দখল করতে না পারে সে ব্যবস্থাও পৌরসভা নিচ্ছে বলে জানান পৌর মেয়র আনোয়ার আলী।
প্রায় ৫ কোটি টাকা ব্যয়ের এ খনন কাজ এ বছরই শেষ হওয়ার কথা রয়েছে।