কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি মাঠপাড়ায় এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।
বাড়াদি মাঠপাড়া এলাকার আনোয়ার মৃধার ছেলে ইফাত (১৯) তারই প্রতিবেশী এক গৃহবধূ (২১) কে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এ ঘটনায় উক্ত গৃহবধূ ইফাতকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) আইনে মামলা দায়ের করেন। মামলা নং-৩৬, তাং: ২৭/০৪/২০১৯ ইং।
যৌন নির্যাতনের শিকার গৃহবধূ এজাহারে উল্লেখ করেন, ইফাত দীর্ঘদিন ধরে উক্ত গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। গৃহবধূ তাতে রাজি না হলে বড় ধরনের ক্ষতি করার হুমকী প্রদান করে। এক পর্যায়ে গত ২৪ এপ্রিল বেলা সাড়ে ১২ টার দিকে গৃহবধূ ইফাতের বাড়ীতে ভাতের মাড় আনতে যায়। বাড়ীতে কেউ না থাকায় ইফাতের মাকে খোঁজ করতে থাকে। ঘরের দরজা খোলা থাকায় ইফাতের মা ঘরে আছে ভেবে ঘরে ঢোকে। কিন্তু ঘরে ঢুকে দেখে ইফাত সোফার উপর বসে আছে। এ সময় অন্য কাউকে না দেখে তাড়াতাড়ি ঘর থকে বের হবার সময় ইফাত পেছন থেকে গৃহবধূর মুখ চেপে ধরে এবং শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। এ সময় গৃহবধূ নিজেকে রক্ষা করতে ইফাতকে লাথি মেরে কোন রকম দৌড়ে বাইরে চলে যায়। পরবর্তীতে গৃহবধূ বাড়ীতে যেয়ে তার স্বামী ও শ্বাশুড়ি কে পুরো ঘটনা অবগত করে। তাৎক্ষনিক পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এক পর্যায়ে পরিবারের লোকজনের সাথে আলাপ আলোচনা করে গত ২৭ এপ্রিল রাতে গৃহবধূ ইফাতের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়ের হলেও এখনও গ্রেফতার হয়নি ইফাত। এদিকে মামলা তুলে নিতে গৃহবধূ ও তার পরিবারের লোকজকে বিভিন্ন লোক মারফত হুমকি প্রদান করে আসছে। লম্পট ইফাতের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ আছে।
এ ঘটনায় গৃহবধূ ও তার পরিবারের লোকজন আসামী ইফাতকে আটক করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।