কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ের উদ্যোগে গাড়ি চালকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন।
কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিআরটিএ খুলনা বিভাগীয় উপপরিচালক মহসীন হোসেন ও ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম।
প্রশিক্ষণ কর্মশালায় গাড়ি চালানোর নিয়ম কানুন, বিভিন্ন প্রতীক ও চিহ্ন সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ১০০ জন হালকা ও ভারী গাড়ির ড্রাইভার অংশগ্রহণ করেন। কর্মশালাটি সকাল ১০টায় শুরু হয়ে ৫টায় শেষ হয়।