কুষ্টিয়ায় গাঁজা ও ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে আদালত।
বুধবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় অভিযান চালিয়ে মৃত শমসের মোল্লার পুত্র মো:ফিরোজ হোসেন (৩২) কে ২৫ পিস ইয়াবাসহ আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ৬মাসের কারাদন্ড প্রদান করে। আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: সাকিব আল্ রাব্বি।
অপরদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তরা মিরপুর উপজেলার তেঘরিয়া এলাকার মৃত:খোকা মালিথার ছেলে মো:শামিম হোসেন(৩৫) কে ৩০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
পরে তাকে মাদকদ্রব্য আইনে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ এবছরের কাারদন্ড প্রদান করেন।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।