কুষ্টিয়া ইবি থানা মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ নওশাদ মন্ডল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। কুষ্টিয়ার ইবি থানার বিত্তিপাড়ায় মঙ্গলববার অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ জানান, নওশাদ দীর্ঘ দিন বিত্তিপাড়া এলাকয় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিত্তিপাড়া এলাকার মৃত মোবারক মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী নওশাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ । সে সময় তার ঘর তল্লাশি করে একটি বাজারের ব্যাগের ভেতরে প্রচুর পরিমাণে গাঁজা পাওয়া যায়।
তার বিরুদ্ধে এস আই রাশিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মামলা নং-০৩ তারিখ ০৫/০২/২০১৮ইং।