কুষ্টিয়ায় গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন শালঘর মধুয়া পশ্চিম পাড়া গ্রামস্থ চাঁদ আলী জোয়াদ্দার এর বাড়ীর সামনের কাচা রাস্তার উপর মাদক অভিযান পরিচালনা করে।
অভিযানে ০২ কেজি গাঁজাসহ জিয়াউর রহমানকে আটক করে। জিয়াউর রহমান কুষ্টিয়ার কুমারখালী থানাধীন শালঘর মধুয়া পশ্চিমপাড়া এলাকার চাঁদ আলী জোয়ার্দ্দারের ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
Discussion about this post