কুষ্টিয়ায় গরীব ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ডাঃ এড্রিক বেকার মানব কল্যাণ সংঘ।
বৃহস্পতিবার (১৬ আগষ্ট) বেলা ১১টায় সংগঠনটির কুষ্টিয়া শাখার উদ্যোগে কুষ্টিয়া কোর্ট ষ্ট্রেশনে তাদের নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এসময় ডাঃ এড্রিক বেকার মানব কল্যাণ সংঘের কুষ্টিয়া শাখার সভাপতি জারিন রায়হানা শান্তা, সদস্য সিয়াম, ফাতেমা, তনু, তানজিলা, তনময়, কবির, তারিন, তন্নি, উস্মি, জিম, সোহান, জেবা প্রমুখ।
এসময় তারা ৫০জন গরীব ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।