কুষ্টিয়া শহরে গতকাল গভীর রাতে শীতার্ত মানুষের গায়ে কম্বল তুলে দিয়ে উষ্ণতা ছড়িয়ে দিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। প্রচন্ড শীতে স্টেশন, লালন শাহ মাজার, বাস টার্মিনালসহ শহরের বিভিন্ন এলাকায় ভাসমান ছিন্নমুল শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার দূত হয়ে তিনি নিজ হাতে একের পর এক শীতবস্ত্র বিতরণ করেন। জেলা পরিষদের পক্ষ থেকে তিনি এই কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা পরিষদ সদস্য জান্নাতুল মাওয়া রনিসহ জেলা পরিষদ নেতৃবৃন্দ।
কুষ্টিয়ায় গভীর রাতে শীতার্ত মানুষের মাঝেউষ্ণতা ছড়িয়ে দিলেন হাজী রবিউল ইসলাম
Published on