কুষ্টিয়ায় গভীর রাতে আগুনে পুরে বষ্মিভূত হয়েছে এক কৃষকের বসতবাড়ি। এতে আগুনে পুরে ছাগল গরুর মৃত্যু হয়েছে এবং বাড়ি ঘর পুরে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানাগেছে। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ জন।
ঘটনা টি ঘটেছে রোবার রাত ২ টার দিকে কুষ্টিয়া সদর সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের গোপালপুর গ্রামের মজিবর আলীর বাড়ীতে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, রাতে মশার কয়েল থেকে গোয়াল ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরুবাড়ি। এতে গরু ছাগল পুরে মারা যায়। এ সময় অগ্নিদগ্ধ হয় মজিবর (৪৮) ও তার স্ত্রী সবিয়া খাতুন (৪০)। পরে তাদের আত্নচিৎকারে ছুটে আসে আশপাশের লোকজন। খবর পেয়ে ছূতে যায় কুষ্টিয়া ফেয়ার সার্ভিসের কর্মিরা। এর আগেই আগুনে পুরে বষ্মিভূত হয় সব কিছু।
কুষ্টিয়া ফেয়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, মশার কয়েল থেকেই এই আগুনের সূত্রপাত হয়। তার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছানোর আগেই বাড়ি ঘর পুরে বষ্মিভূত হয়। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।