কুষ্টিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হামলায় আবু নাসের নামের এক যুবক আহত হয়েছে। সে ইসলামী বিশ্বদ্যালয়ের কর্মরত আবুল বাশারের ছেলে। এ ঘটনার পর বাড়াবাড়ি করলে পুরু পরিবারকে পিটিয়ে এলাকা ছাড়া করা হবে বলেও হুমকী দিয়েছে হামলাকারীরা।
স্থানীয়রা জানায়, চৌড়হাস আদর্শ পাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় স্টাফ কোয়াটারে শুক্রবার বিকেলে কোয়াটারের ছেলেরা ক্রিকেট খেলছিল। এ সময় স্থানীয় যুবক হিমেল ও তার সহযোগীরা কোয়াটারে এসে কোয়াটারের ছেলেদের সরিয়ে দিয়ে জোরপূর্বক ক্রিকেট খেলতে চাইলে নাসির বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠে হিমেল। এক পর্যায়ে হিমেল ও তার সহযোগীরা রড,ইট,লাঠি নিয়ে হামলা করে নাসিরকে বেধরক পিটিয়ে ফেলে রেখে চলে যায়।
এতে নাসির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা এসে নাসিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নাসিরের বাবা আবুল বাশার বলেন, এঘটনার পর হিমেল ও তার সহযোগীরা এসে আবার হুমকী দিয়ে বলেছে কোথাও কোন অভিযোগ করলে সবাইকে হাত পা ভেঙে কোয়াটার থেকে বের করে এলাকা ছাড়া করা হবে।