কুষ্টিয়ায় কলেজ চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার নিষেধাজ্ঞা আরপ করেছে কলেজ কর্তৃপক্ষ। বুধবার (১৮ জুলাই) সকালে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে মোবাইল ব্যবহারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
শিক্ষার্থীরা জানায়, ডিজিটাল বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহার করতে পারব না কেনো। আমরা তো ক্লাসে মোবাইল ব্যবহার করি না। ক্যাম্পাসে ফোন ব্যবহার করলে তো কোন সমস্যা নেই। এছাড়া আমাদের কাছে মোবাইল ফোন পেলে তা কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে। আমাদের সাথে অনেকেই আছে যারা শহরের বাইরে থেকে কলেজে আসে।
এ বিষয়য়ে জানতে চাইলে কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান জানান, ক্লাস চলাকালীন সময়ে মেয়েরা মোবাইল ফোন ব্যবহার করে। শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমরা কলেজ ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছি।