কুষ্টিয়ায় জেলা প্রশাসকের করোনা তহবিলে নিজেদের বেতন-ভাতার কিছু অর্থ তুলে দিলেন কুমারখালী উপজেলার মুক্তিযোদ্ধারা। উপজেলার ৫টি ইউনিয়নের মুক্তিযোদ্ধারা তাদের সঞ্চিত ১ লাখ ৩০ হাজার টাকা দিলেন করোনা তহবিলে।
বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন জাফরের নেতৃত্বে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের সঙ্গে সাক্ষাত করে এ অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পান্টি ইউনিয়ন কমান্ডার গোলাম ছরোয়ার, চাপড়া ইউনিয়ন কমান্ডার মো. আবু বক্কর সিদ্দিকী, চাঁদপুর ইউনিয়ন কমান্ডার খোন্দকার শামসুল আলম, বাগুলাট ইউনিয়ন কমান্ডার মো. জুলমত আলী ও যদুবয়রা ইউনিয়ন কমান্ডার ডা. রওশন আলী প্রমুখ।
চেক হন্তান্তরকালে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন মুক্তিযোদ্ধাদের সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, বৈশ্বিক মহামারীর সময়ে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আপনাদের এ উদ্যোগকে সম্মান জানাই। এ এক বিশাল প্রাপ্তি।
মুক্তিযোদ্ধা কমান্ডার জাহিদ হোসেন জাফর বলেন, ‘করোনার ভয়াবহতায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ বিবেচনায় আমরা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার কিছু অংশ কর্মহীন ও অসহায় মানুষদের উপহার দিলাম।