কুষ্টিয়া মিরপুরে করাতকল লাইসেন্স না থাকায় ৩ করাতকল মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ এর নেতৃত্বে কুষ্টিয়া ফরেস্ট রেঞ্জ অফিসার ও মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মিরপুর জিয়া সড়কের মালিয়া স-মিল এর মালিক নাহারুল ইসলাম মালিথাকে ৩ হাজার টাকা, নিমতলা এলাকার আব্দুল মালেক স-মিল এর মালিক লিটনকে ২ হাজার টাকা ও একই এলাকার হাসেম স-মিল এর মালিক হাসেম আলীকে ২ হাজার টাকা জরিমানা করে।
করাতকল বিধীমালা ২০১২ এর ১২ ধারা মোতাবেক এই জরিমানা আদায় করা হয়। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহমেদ জানান, এদের কারোরই করাতকল লাইসেন্স না থাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান ।