“পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। দিনটি উপলক্ষে শনিবার সকাল ১০ টার দিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে কেক কেটে “কমিউনিটি পুলিশিং ডে-২০১৯” এর শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার) ।
এ সময়ে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নূরানী ফেরদৌস দিশা, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী, কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব সহ গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এসআই আমিরুল ইসলাম ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হওয়ায় উভয়কে সম্মানতা স্মারক প্রদান করা হয়।
পরে এনএসআই, পিবিআই, সিআইডি, হাইওয়ে পুলিশসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও কমিউনিটি পুলিশের সদস্যগণ পুলিশ সুপারের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালিতে অংশ গ্রহণ করে। র্যালিটি কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম(বার) কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে নিয়ে পুলিশ লাইন্সের অভ্যন্তরে তালগাছের চারা রোপন করেণ।