ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড’র এজিএম আরিফুল হক বলেছেন ওমেরা এলপিজি গ্রাহকের সেরা পছন্দ। নিরাপদ এবং সাশ্রয়ে এই গ্যাস খুব স্বল্প সময়ে শীর্ষ স্থান অধিকার করেছে। ভবিষ্যতেও ওমেরা এলপিজি শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। এজন্য তিনি সকল রিটেইলার, ডিস্ট্রিবিউটর, কর্মকর্তাদের গুরুত্বপূর্ন অবদান রয়েছে বলে মনে করেন।
তিনি সোমবার কুষ্টিয়া রাইফেল ক্লাব অডিটোরিয়ামে ওমেরা এলপিজি রিটেইলার সম্মেলন ২০০৮ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
ওমেরা এলপিজি’র কুষ্টিয়া ডিস্ট্রিবিউটর হাবিবুর রহমান তাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওমেরা এলপিজি’র এরিয়া ইনচার্জ শরীফুল ইসলাম, কুষ্টিয়া বনিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, ওমেরা এলপিজি’র টেরিটোরি অফিসার জাহিদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ।
প্রধান অতিথি’র বক্তব্যে ওমেরা পেট্রোলিয়ামের এজিএম আরিফুল হক মারুফ বলেন, অন্যান্য জেলার চেয়ে কুষ্টিয়ার ওমেরা এলপিজি ডিস্ট্রিবিউটর ও রিটেইলার অনেক পরিশ্রমি। তাদের অক্লান্ত পরিশ্রমে ওমেরা কাঙ্খিত লক্ষে পৌছাতে সক্ষম হয়েছে। এজন্য তিনি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ডিস্ট্রিবিউটর এবং রিটেইলারদের সুবিধা অসুবিধার কথা গুরুত্বের সাথে শোনেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহনে আশ্বাস দেন।
সম্মেলনে কুষ্টিয়ার প্রায় ৩শতাধিক রিটেইলার উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জেলার সকল রিটেইলর বৃন্দ বা ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওমেরা এলপিজি’র টেরিটোরি অফিসার জাহিদ হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ।
অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।