দেশের পণ্যের প্রদর্শন ও বিপণনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের লক্ষ্যে খুলনা বিভাগীয় শহরের বাইরে একমাত্র জেলা কুষ্টিয়ায় এসএমই পন্য মেলা ২০১৮ সফল ও সার্থক করতে শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক মো. জহির রায়হান।
তিনি বলেন, এসএমই খাত যে কোন দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং এ খাতকে প্রাধান্য দিয়ে সক্ষমতা বাড়ানোর মাধ্যমে চীন, জাপানসহ অনেক উন্নত দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অগ্রগতি হলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে তাই এসএমই মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমই মেলায় মোট ৫০টি প্রতিষ্ঠান কৃষিজাত পণ্য, হস্তশিল্প, প্লাস্টিক, মেটাল, সিকিউরিটি প্রোডাক্টস, বুটিক, গার্মেন্টস সামগ্রী, খাদ্য, এসএমই ফাইন্যান্সিং খাতের উদ্যোক্তরা এবং দেশের শীর্ষ ব্যাংকগুলো অংশ নিচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. জহির রায়হান বলেন, কুষ্টিয়ার মোহিনী মিলের বস্ত্র এক সময় উপমহাদেশের প্রখ্যাত ছিলো। শিল্পের শহর ছিলো কুষ্টিয়া। এই জেলার তাঁতসহ দেশীয়শিল্প পূনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে এসএমই পন্য মেলা বলিষ্ঠ ভুমিকা রাখবে। বিশেষ করে উৎপাদিত পন্য বিক্রয়ের নিশ্চয়তা থাকলে স্বাভাবিকভাবেই পন্যের প্রসার ঘটে। যেটি পন্য মেলার মুল লক্ষ্য।
অতিরিক্ত জেলা প্রশাসক হাসান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোমিনুর রশীদ, বিসিক এর কুষ্টিয়া উপ-পরিচালক, এসএমই এর ম্যানেজারসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।