স্কুল ছাত্রীর অভিযোগ, আনুমানিক ১ মাস আগে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ভবানীপুর গ্রামে নিজের প্রতিবেশি যুবক মিলন মোর্শেদ (২১) তাকে জোরপূর্বক ধর্ষন করে।
মিলন ধর্ষেনর শিকার ঐ স্কুলছাত্রীর প্রতিবেশী কেসমত আলীর ছেলে।
মিলন তার আপন চাচাতো বোনকে দিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে হাত মুখ বেঁধে তার উপর যৌন নির্যাতন চালায় । এসময় অভিযুক্ত মিলন ধর্ষনের বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকিও দেয় ভুক্তভোগি ঐ ছাত্রীকে। নির্যাতনের শিকার দূর্বাচারা মহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।
এদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এলাকার ৩ জন মাতব্বর লাবু রাশিদুল ও সুলতান মাতব্বর।
আর আশ্চর্য জনক ভাবে নিশ্চুপ রয়েছে স্কুল ম্যানেজিং কমিটি ও শিক্ষকেরা। স্কুল কতৃপক্ষ এ বিষয়ে কোন কথা বলতে চায়নি। বিষয়টি জানতে চাইলে তারা সাংবাদিকদের সাথে দুর্ব্যাবহার করে।