কুষ্টিয়া শহরের ব্যস্তত সড়ক হিসেবে পরিচিত এন এস রোড। শহরের প্রবেশদ্বার মজপেুর থেকে বড়বাজারগামী একমাত্র সড়কটি এনএস রোড। অথচ এই সড়কটিতে সব থেকে বেশি জানযট লেগেই থাকে। বিশেষ করে চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে সরকারী বালিকা বিদ্যালয় পর্যন্ত ভালো রাস্তা সংস্কারের জন্য খোঁড়াখুড়ি করে সেভাবেই ফেলে রাখার ফলে দীর্ঘদিন সড়কের বেশ কিছু জায়গায় খানাখন্দে রুপ নিয়েছে।
ফলে এই সড়কে শিক্ষা প্রতিষ্ঠান এব ব্যবসায়ী এলাকা হিসেবে ব্যষ্ত এই সড়কে জানযট এখন নিত্যদিনকার সঙ্গী হয়ে উঠেছে। এছাড়া সড়কের সাথেই বঙ্গবন্ধু সুপার মার্কেট, পরিমন টাওয়ার সহ মিউনিসিপ্যালিটি হওয়ার কারনে জনগনের ভোগান্তী বেড়েছে। অথচ সড়ক সংষ্কার না করেই এভাবেই দীর্ঘদিন বেহাল অবস্থায় রাখার কারনে ক্ষোভ প্রকাশ করেছে শহরের বাসিন্দারা।
এছাড়াও কয়েকদিন পর এসএসসি পরীক্ষা শুরু হবে।পরীক্ষায় অংশ নিতে চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সরকারী বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এসে থাকেন। অথচ চলাচলের অযোগ্য এই সড়কটুকু অন্তত কার্পেটিং করার জন্য অনুরোধ করেছেন স্থানীয় সচেতন মহল।
রেজাউল করিম নামের এক অভিভাবক জানান, আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তত পরীক্ষার্থীদের কথা ভেবে কুষ্টিয়া পৌরসভার উচিৎ এই রাস্তা ভালো করা।