কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী গ্রামের মৃত ছাবেদ শেখ এর ছোট ছেলে মোঃ আক্কাস শেখ (৫০) ছিনতাইকারীরা বেধরক পিটিয়ে আহত করে টাকা ছিনিয়ে নিয়েছে।
১৮ মে শনিবার রাত ১০ টার এ ঘটনা ঘটে । গুরুতর আহত গরু ব্যবসায়ী মোঃ আক্কাস শেখ জানায়, তার দুই টা গরু বিক্রির ১ লাখ ৬৭ হাজার টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে একই গ্রামের মশা, পিতাঃ করিম শেখ, মোঃ ইছাক, পিতাঃ মোঃ আবু, মোঃ এমছের, আশিক পিতা ওমর এবং আরো কয়েকজন রাস্তার মাঝে পূর্বে থেকে ওত পেতে থাকে। আমি তাদের কাছাকাছি চলে এলে তারা সঙ্গবদ্ধ হয়ে আমার ওপর ঝাপিয়ে পড়ে এবং হাতুরী ও রড দিয়ে পিটিয়ে আমার কমরে দুইটা গরু বিক্রয়ের টাকা ছিনিয়ে নেয়।
এমতাবস্থায় আমি চিৎকার দিলে ছিনতাই কারীরা আমার টাকা নিয়ে পালিয়ে যাই। এসময় গ্রামের লোকজন আমার বড় ভাই আছের আলীকে কে জানালে, আমার বড় ভাই আমাকে আহত অবস্থায় উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এবং খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মরত চিকিৎসক সাংবাদিকদের বলেন, আহত আক্কাস শেখ কে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে এবং টিট্টমেন্ট চালানো হচ্ছে।
এ রিপোর্ট টি লেখা পর্যন্ত খোকসা থানায় কোন অভিযোগ দায়ের করা হয় নাই।