কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের এক জন দরদী চেয়ারম্যান সফর উদ্দিন। তিনি এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি নানামুখী মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন।
সফর উদ্দিন তার মহতি কাজের আরো একটি ভাল কাজ করছেন গরিব অসহয় অসুস্ত মানুষদের উন্নত চিৎসা সেবা দেয়ার জন্য তার পরিষদে একজন এম, বি, বি, এস, এফ, সি, পি, এস, ডাক্তারের চেম্বার করেছেন। ওই ডাক্তার বিনা পয়সায় সকল রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে চলছেন।
তার এই উদ্যোগকে একটি মহতি উদ্যোগ বলে সাধুবাদ জানিয়েছেন ইউনিয়নবাসী।