গত রাত আনুমানিক ৮: ৩০ মিনিটে গোপন সংবাদের ভিওিতে দহকোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই কামরুজ্জামান লিটন সঙ্গীয় ফোর্স সহ মাদক ব্যাবসায়ী মোছাঃ জাহানারা (৮০) স্বামী আঃ রহিম এবং তার সহযোগী মোছাঃ জোসনা (৪০) স্বামী মোঃ মিলন কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।
আটককৃতদের রাতেই কুষ্টিয়া সদর থানায় প্রেরন করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছিলো। উল্লেখ্য জাহানারা (৮০) বেলঘড়িয়া এলাকার চিন্হিত মাদক ব্যাবসায়ী তিনি একাধিক মাদক মামলার আসামী। গত বছরেও তিনি গাঁজা সহ পুলিশের হাতে আটক হন।