রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদি কানাবিলের মোড়ে অবস্থিত মাহাবুল ট্রেডার্সের সামনে কুষ্টিয়া-ত্রিমোহনীগামী পাঁকারাস্তা দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৫ যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে কুষ্টিয়া শহরের কানাবিলের মোড়ের নাসির উদ্দিনের ছেলে জনি হোসেন (৩২), বারখাদা বি এলটিসির সামনের কাশেমের ছেলে রাসেল শেখ (২০), মঙ্গলবাড়িয়ার মৃত মিরাজ শেখের ছেলে জীবন শেখ (২০), উদিবাড়ী ইন্দারামোড়ের সালামত মল্লিকের ছেলে জাহিদুল ইসলাম (৩০) ও উপজেলা রোড ইন্দারা মোড়ের আঃ আজিজ শেখের ছেলে আবিদ হাসান রাব্বী (২১)।
র্যাব জানায় অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ টি মোবাইলসেট ও ৯ টি সিম উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।