১০০ পিচ ইয়াবাসহ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর আদর্শপাড়ার আবুল হোসেন আটক হয়েছে। আজ শনিবার ( ২৩ নভেম্বর) বিকেলে তাকে আটক করে এস আই সাহেব আলীর নেতৃত্বে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল।
পুলিশ জানায়, খাজানগর এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন গোপন সংবাদে সেখানে এ এস আই সাহেব আলীর নেতৃত্বে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে খাজানগর আদর্শ পাড়ার আব্দুল জলিলের ছেলে আবুল হোসেন (৪০) পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধরে ফেলে। পরে তার কাছে বিশেষ কায়দায় রাখা ১০০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
এ রিপোর্ট লিখা পর্যন্ত কুষ্টিয়া মডেল থানায় মাদক ব্যবসায়ী আবুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।