কুষ্টিয়ার ইবি থানা পুলিশের অভিযানে গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে ৷
আটককৃতরা হলেন, ইবি থানার বরইটুপি গ্রামের মৃত কামাল শাহার ছেলে রাকিবুল ইসলাম (১৯) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পারকুলা গ্রামের ইসলাম প্রামানিকের ছেলে টিপু ইসলাম (২৭) ৷
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী রাকিবুলকে মাদকসহ বরইটুপি গ্রাম থেকে আটক করা হয় এবং মাদক ব্যবসায়ী টিপু ইসলামকে ইবি থানার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা থেকে মাদক সহ আটক করা হয়েছে ৷
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত দুজনের নামে মামলা হয়েছে ৷ মামলা নং ৮৭(৪)১৯, ও ০৮(৪)১৯ ৷