কুষ্টিয়ায় অভিনব কায়দায় ইজিবাইক চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক এক চোর কে গণধুলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই চোরের নাম আজিজুল হক (৩৮) । সে মাদারীপুর জেলার চরখাকদী গ্রামের আলী হায়দারের ছেলে। আজ মঙ্গলবার দুপুরে চুরি যাওয়া ইজিবাইকসহ তাকে স্থানীয় লোকজন ধরে ফেলে।
জানাযায়, কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাজুর ইজিবাইক ভাড়া নিয়ে পাশের বেলঘরিয়া গ্রামের জামির হোসেন আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরে যায়। পরে যাত্রী নিয়ে রাইনী এলাকায় গেলে সেখান থেকে লিটন নামের এক ব্যাক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জামিরের ইজিবাইকে উঠেন এবং কুষ্টিয়া শহরে আসার কথা বলে। সে অনুযায়ী ইজিবাইক টি কুষ্টিয়া ডিসি কোর্টের সামনে আসলে প্রতারক-চোর ওই ইজিবাইক ড্রাইভার জামির ( ৩২) কে একটি লোক দেখিয়ে বলে ডেকে আনতে।
প্রতারকের কথামত সহজ সরল ইজিবাইক চালক জামির ডাকতে গিয়ে পেছনে ফিরে দেখে তার ইজিবাইক নিয়ে লিটন নামের ওই প্যাসেন্জার বেশ কিছু দূরে চলে গেছে। এর মধ্যে সে ওই চোরের পিচু নেয়। লিটন ইজিবাইক নিয়ে চৌরহাস থেকে হাত বদল করে আজিজুল হকের কাছে দিয়ে দেয়। আজিজুল হক অটো নিয়ে ভাদালিয়ার দিকে আসে,তখন জামির ফোন করে ভাদালিয়া ইজিবাইকের মালিককে জানায়।
ফোন পেয়ে ইজিবাইকের মালিক লোকজন নিয়ে ভাদালিয়াতে অপেক্ষা করতে থাকে। পরে আজিজুল ভাদালিয়াতে পৌছানো মাত্র তাকে ভাদালিয়া কুষ্টিয়া মেটালের সামনে ইজিবাইকসহ হাতে নাতে ধরে ফেলে এবং গণধুলাই দিয়ে বেধে রাখে। পরে খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ি দোহকুলা ক্যাম্প ইনচার্জ এস আই কামরুজ্জামান লিটন এবং এ এসআই তাদের হেফাজতে নিয়ে যায়। পরে ওই চোর কে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করেছেন বলে জানান এস আই কামরুজ্জামান লিটন।