কুষ্টিয়ায় ভাঙাচুরা সড়কে চলতে গিয়ে আলু বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পুকুরে পরেছে। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছে। সকালে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানাযায়, শনিবার সকালে নাটোর থেকে আলু বোঝায় করে (খুলনা ট- চট্ট মেট্টো- ১১-০৭৯৭) ট্রাক টি কুষ্টিয়া অভিমুখে আসছিল। ট্রাক টি নিয়ন্ত্রন হারিয়ে রানাখড়িয়া মোড়ের আদুরে রাস্তার পাশে উল্টে পুকুরে পরে যায়।
এ ঘটনায় ট্রাক চালক আহত হলে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দিয়ে হয়।