কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২আগষ্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন।
এ সময় তিনি বলেন, সন্ত্রাসী, অপরাধীরা কোন দলের নয়। জেলাবাসীর জান মাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একার পক্ষে গোটা জেলাকে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
মহাসড়কে কোনভাবে চলাচল করতে না পারে উল্লেখ করে তিনি বলেন, মহাসড়কে থ্রি হুইলার, অটোরিক্সা, নসিমন, করিমনসসহ অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের কঠোর ভুমিকাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয় সভায়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান হাবীব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার সোহেল রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক মোস্তাক আহমেদ, সিভিল সার্জন ডাঃ রওশনারা বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলী, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জায়েদুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপপরিচালক রোখসানা পারভীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিধপ্তরের উপপরিচালক বিনয় কৃষ্ণ দেবনাথ, জেলা ভোক্তা সংরক্ষল অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাকিব আল রাব্বী, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহম্মেদ, বিশিষ্ট কলামিষ্ট শেখ গিয়াস উদ্দিন আহমেদ মিন্টু, পৌরসভার মেয়র আনোয়ার আলী, সহ সরকারী উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।