কুষ্টিয়ায় প্রবীণদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় দিশা স্বেচ্ছাসেববী ও মানবিক কল্যাণ সংস্থা কর্তৃক বাস্তবায়িত প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে মিরপুর উপজেলার মশান এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে অর্থ ও শীতবস্ত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশার নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম।
সংস্থার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর সভাপতিেত্ব এসময় মশান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বিশ্বাস,বারুইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম মন্টু, বারুইপাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার ছানাউল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লুৎফর রহমান, ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক রাহেন উদ্দিন, প্যানেল চেয়ারম্যান উফান আলী, আব্দুল কাদের মাষ্টার, ব্যাংকার খন্দকার মুক্তার হোসেন,সাংবাদিক এসএম জামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে শতাধীক নারী ও পুরুষের মাঝে কম্বল ও চাদদর বিততরন করা হয়। এখানে আগামী নতুন বছরে পুর্ণাঙ্গ হাসপাতাল তৈরীর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।