কুষ্টিয়ায় ওজোপাডিকো লি: অবৈধ বিদ্যুৎ সংযোগ নিরোধ ও বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ ওজোপাডিকো লি:। সোমবার দুপুর দেড় টায় সদর উপজেলার খাজা নগর মাদ্রাসা পাড়ায় অবৈধ সংযোগের দায়ে এবং শহরতলী চৌড়হাসে দীর্ঘদিন ধরে অনাদায়ি বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে এই ভ্রাম্যমান আদালত করেন ওজোপাডিকো লি:।
এসময় সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রনব দেবনাথ, মোজাম্মেল হক খান, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, জহুরুল ইসলাম, হেদায়েতুল ইসলাম, মাসুদ রানাসহ মডেল থানার উপ-পরিদর্শক ইমরুল ইসলামের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনী। খাজানগরের মাদ্রাসা পাড়াস্থ জিকে’র পরিত্যাক্ত ভবনে সংযুক্ত অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মালামাল জব্দ এবং চৌড়হাস ফুলতলার বাসিন্দা মৃত: এস্কেন আলীর ছেলে আবাসিক বিদ্যুৎ গ্রাহক আবুল কাশেম’র নিকট দীর্ঘদিন ধরে অনাদায়ি ১৩ হাজার ৩শত ৩০টাকার বিদ্যুৎ বিল আদায়সহ তার সংযোগ বিচ্ছিন্ন করে কালো তালিকাভুক্ত করা হয়।
এসময় ওজোপাডিকো লি: কুষ্টিয়ার সহকারী প্রকৌশলী প্রনব দেবনাথ বলেন, গ্রাহকদের কাছে সহজলভ্য বিদ্যুৎ সংযোগ(অনধিক ৭দিনের মধ্যে) এবং গুনগত মান সম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচী হাতে নেয়া হয়েছে। সেলক্ষ্যে যে কোন ধরণের অনিয়ম দুর করতে এধরণের আইনগত কঠোর পদক্ষেপ গ্রহন অব্যহত থাকবে।