কুষ্টিয়া শহরের মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত সড়কের দু’পাশের ফুটপাত দখল করে তারা চালিয়ে যাচ্ছে রমরমা ব্যবসা। মঙ্গলবার দিনভর এই সড়কের দুপাশে ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুসাব্বিরুল ইসলাম।
এর আগে ভাসমান অনেক দোকানদারকে নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ।
কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন চৌধুরী জানান, শহরের ব্যস্ততম সড়ক মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত সড়কের দু`পাশে অবৈধভাবে যত্রতত্র ভাবে মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অবৈধ ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কোন ভাবেই অবৈধভাবে এই সড়কের দোকানিরা ফুটপাত দখল করতে পারবে না। এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুসাব্বিরুল ইসলাম বলেন, গতকাল দিনভর অভিযান পরিচালনা করে শহরের মজমপুর থেকে বড় বাজার পর্যন্ত ১১ টি ব্যবসায় প্রতিষ্ঠান সামনে ফুটপাত দখলের অভিযোগে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।