কুষ্টিয়ার কুমারখালী থেকে অপহৃত আবুবক্কর নামে আড়াই বছরের এক শিশুকে অপহরণের এক দিন পর মিরপুর থেকে উদ্ধার করেছে র্যাব-১২। এ ঘটনায় জহুরুল ইসলামসহ আরো একজনকে আটক করা হয়েছে ।
সোমবার সন্ধ্যায় উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়া এলাকা থেকে অপহৃত ওই শিশুকে উদ্ধার করে র্যাব-১২। আবুবক্কর কুমারখালী উপজেলার দুর্গাপুর এলাকার বাচ্চু শেখের ছেলে।
কুষ্টিয়া র্যাব-১২ এর এএসপি হুমায়ন কবীর জানান, অপহরণকারীরা গতকাল রোববার ওই শিশুটিকে অপহরণ করে এবং আজ সোমবার ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওই সূত্র ধরে র্যাব ও আমলা পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের গোয়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিল আমলা এলাকার নাসিরুল ইসলামের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ সময় আমলা বাজারে মুক্তিপণের টাকা নিতে আসা দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার আবুল হোসেনের ছেলে জহুরুল ইসলামকে আটক করা হয়।
আমলা পুলিশ ক্যাম্পের এএসআই আলী ইমরান জানান, র্যাব ও আমলা পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আটক জহুরুল ইসলামকে আমলা পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।