কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া কমলাপুর এলাকায় অনৈতিক কর্মকান্ডের চেষ্টাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শনিবার দুপুর আড়াইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিনের নির্দেশে কুষ্টিয়া শহরের কমলাপুর উত্তরপাড়ার আরিফের স্ত্রী লাবনীর বাসা থেকে ১ জন নারী ও ২ জন পুরুষকে অনৈতিক কর্মকান্ডের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।
আটককৃতরা হচ্ছে মিরপুর উপজেলার পুরাতন আজমপুর এলাকার হাসান আলী মন্ডলের ছেলে সায়েম আলী (৩৮), কুমারখালী উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকার আজিবার রহমানের মেয়ে আদুরী খাতুন (২৪) এবং দৌলতপুর উপজেলার মৌবাড়িয়া এলাকার কাজী রশিদুর রহমানের ছেলে কাজী রাশেদ আহামেদ (২০)।
এদের মধ্যে সায়েম আলী ওই বাসায় ভাড়া থাকে। সায়েম আলী কুমারখালীর গ্রামীণ ব্যাংক বাগুলাট শাখার কর্মকর্তা বলে সূত্র জানিয়েছে।
পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে বলে জানা গেছে।