কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাদালিয়া পাড়ার কাঠমিস্ত্রি রেজাউলের মেয়ে বরিয়া হামিদা সিদ্দি স্কুল & কলেজের নবমম শ্রেণীর ছাত্রী অন্তরা (১৪) নিজ শোবার ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার সকালে পুলিশ ওই তরুণীর লাশ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানাযায়, শনিবার রাতের খাওয়া দাওয়া সেরে অন্তরা ঘরে যায়। রাতের কোন এক সময় ওরনা দিয়ে ঘড়ের ডাবের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সকালে অন্তরার মা লাখি খাতুন তাকে ঘুম থেকে ওঠার জন্য বার বার ডাকতে থাকে। অনেকখন ডাকাডাকির পরে দরজা না খুললে একপর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পাই। এ সসময় তার চিৎকারে এলাকার লোকজন সহ জনপ্রতিনিধিরা এসে লাশ নামিয়ে রাখে।
পরে খবর পেয়ে স্থানিয় দহকুলা ক্যাম্প ইনচার্জ এস আই লিটন ঘটনাস্থলে এসে লাশের সূরত হাল শেষে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরন করে।
অন্তরার মা লাখি খাতুনের কাছে ঘটনা সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন তার মেয়ের ওপর দোষ ছিল তাই সে অত্নহত্যা করেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যাই,ভাদালিয়াপাড়ার পাশের গ্রাম জিয়ারখীতে এক বিবাহিত যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিলো এবং মেয়ের বয়স কম হওয়াতে মেয়ের পরিবার মেনে না নেওয়াতে মেয়ে অভিমান করে গলায় ফাঁস নিয়ে অত্নহত্যা করেছে।
তবে ওই যুবক সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। জিয়ারখীতে মেয়ের নানার বাসায় যাতায়াতের সুবাদে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানান এলাকা বাসী। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।