কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের বাদশা হোসেনের ৩ বছরের ছেলেকে পিটিয়ে জখম করেছেন হরিপুর গ্রামের আনার মোল্লার ছেলে শামীম । এ ব্যাপারে শিশুটির বাবা বাদশা হোসেন থানায় একটি অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, হাটস হরিপুরের বাদশা হোসেনের ছেলে হামজা কে একই এলাকায় তার নানার বাড়িতে রেখে বাদশা ও তার স্ত্রী চাকুরীতে যায়। ঘটনার দিন গত মঙ্গলবার বিকেলে হামজা নানার বাড়ির সামনে রাস্তায় খেলছিল। এ সময় পাশের বাড়ির আনার মোল্লার ছেলে শামীম এসে হামজারকে মারপিট করে ফেলে রাখে। এ সময় টের পেয়ে নানি সালেহা খাতুন ও খালা রিনি ছুটে এসে হামজাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে শামীম ক্ষিপ্ত হয়ে বাড়ির মধ্যে গিয়ে আবারও হামজার উউপর হামলার চেষ্টা করলে এ সময় বাধা দিলে নানি ও খালাকে মারধোর করে পালিয়ে যায় শামীম।
পরে হামজাকে স্থানীয় চিকিৎসক দেখিয়ে বাসায় নেয়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় আজ বুধবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামজাকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন হামজার পিতা বাদশা।