এলজিইডি কর্তৃপক্ষের বরাদ্দকৃত কোটি টাকা ব্যয়ে হরিপুরের প্রধান সড়ক গুলোর সংস্করণের উদ্দ্যোগ গ্রহণ করে শেখ রাসেল হরিপুর কুষ্টিয়া সংযোগ সেতুর অভিমুখ থেকে রাস্তা সংস্করণের কাজ করা হয় । কিন্তু সদ্য সংস্করণ কাজ শেষ করা হলেও বছর না যেতেই সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। এতে স্থানীয় এবং যাত্রী সাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ সড়কটির হাটশ হরিপুর বোয়ালদাহ এলাকার কোরাইশী জামে মসজিদ সংলগ্ন উত্তর দিকে পুকুরের পাশে রাস্তার এক অংশ ভেঙে পরেছে। যার ফলে ঝুকিপূর্ণ রাস্তা দিয়ে চলতে হচ্ছে যাত্রী সাধারণকে । সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে পানি ভর্তি অগাধ পুকুরটা যেখানে দূর্ঘটনার শিকার কোন যানবাহন পড়লে শতভাগ মূর্ত্যু ঝুকি রয়েছে। কিন্তু সেখানে করা হয়নি কোন পাইলিং বা প্রতিরক্ষার ব্যবস্থা।
দিনে কিছুটা ঝুকি কম থাকলেও রাতে ঝুকিপূর্ণ রাস্তায় চলাচল করতে গিয়ে বার বার ছোটখাটো দূর্ঘটনার শিকার হতে হচ্ছে যাত্রী ও পথচারীরা। এমন জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দীর্ঘ যানজট আর ঝুকি নিয়ে চলায় সাধারণ মানুষদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের উদাসীনতার জন্যই রাস্তার এমন অবস্হা সৃষ্টি হয়েছে। বছর না যেতেই রাস্তার এমন বেহাল দশা সৃষ্টি হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল। কেউ কেউ বলছেন, যেখানে উন্নয়নের প্রচারে ব্যতিব্যস্ত কতিপয় নেতা কর্মিরা সেখানে টেকসই উন্নয়ন না করে কুষ্টিয়ার বিভিন্ন সড়কের কাজের নামে মাত্র কাজ করে সরকারের কোটি কোটি টাকা লোপাট করে চলেছে কতিপয় ঠিকাদার প্রতিষ্ঠান। যে কারনে সরকারের নানা উন্নয়ন আজ প্রশ্নবিদ্ধ হতে চলেছে।
তাই কুষ্টিয়া হরিপুর সড়কের সংস্করণের ব্যবস্থা করার জোর দাবী জানিয়েছেন হরিপুরবাসীসহ যাত্রী সাধারণ ।