কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর বাজারে সদর ঘাটে মরা গরুর মাংশ বিক্রয়ের সময় পুলিশের হাতে আটক হয়েছেন কসাই আসাদুর (৩০)। এ সময় মরা গরুর মাংশ জব্দ করে পুলিশ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭ টায় ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখের নেতৃত্বে হরিনারায়ণপুর সদর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কসাইকে মরা গরুর মাংশসহ আটক করে।
অফিসার ইনচার্জ রতন শেখের অভিযানের সময় তার সাথে ছিলেন হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের এস আই তাপস কুমার ও ইবি থানার এএসআই ওহিদ্জ্জুামান ও সঙ্গীয় ফোর্স।
অভিযানের সময় ২০ কেজি মরা গরুর মাংশ ও কুমারখালী উপজেলার ধল নগর গ্রামের শহীদুল শাহ্’র ছেলে আসাদুর কে হাতেনাতে আটক করি।
মরা গরুর মাংশ মাটিতে পুতে দেওয়া হয় এবং কসাই আসাদুরের ব্যবসায়ী পার্টনার ধলনগর গ্রামের ভোলা শাহ’র ছেলে সাজ্জাদ (২৫) তাৎক্ষণিক পালিয়ে যায়।