Sunday, March 26, 2023
প্রচ্ছদখুলনা বিভাগকুষ্টিয়াকুষ্টিয়ার সেই আলোচিত শিল্পী মেম্বরের বরখাস্ত আদেশ প্রত্যাহার

কুষ্টিয়ার সেই আলোচিত শিল্পী মেম্বরের বরখাস্ত আদেশ প্রত্যাহার

Published on

কুষ্টিয়ায় বিধবাভাতা, বয়স্কভাতার কার্ডসহ সরকারীভাবে ববরাদ্দকৃত বিভিন্ন সাহায্য সহযোগীতার আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে ইউনিয়নের একটি ওয়ার্ডের প্রায় অর্ধশত মহিলার কাছে থেকে এক ইউপি মহিলা সদস্য কর্তৃক মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১৭ নভেম্বর বটতৈল ইউপি চেয়ারম্যান এম এ মমিন মন্ডল ওই ইউপি মহিলা সদস্যকে সাময়িক বরখাস্ত করে।

গতকাল ২৪ নভেম্বর মাসিক সভায় সেই বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে ওই ইউপি মহিলা সদস্য শিল্পীকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির ঘোষণা দেন চেয়ারম্যান। কিন্তু ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা জানানো হলেও কোন এক অজ্ঞাত কারনে তদন্ত প্রতিবেদন জমাদেননি গঠিত কমিটি। এ ছাড়া ওই তদন্ত কমিটি সম্পর্কে কোন মন্তব্য করেননি উক্ত ইউপি চেয়ারম্যান। ভুক্তভোগীদের আবেদনের অপেক্ষিতে কুষ্টিয়া সদর ইউএনও অফিস থেকে ওই মহিলা সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।

জানা যায়, কুষ্টিয়ায় বিধবা ভাতা, বয়স্কভাতার কার্ডসহ সরকারীভাবে ববরাদ্দকৃত বিভিন্ন সাহায্য সহযোগীতার আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে ইউনিয়নের একটি ওয়ার্ডের অর্ধশত মহিলার কাছে থেকে এক ইউপি মহিলা সদস্য ককর্তৃক মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন ৩২ জন ভুক্তভোগী। শুধু তাই নয় টাকা নিয়ে কোন প্রাকার কার্ড না করে দেয়ায় ভুক্তভোগী রোকেয়া খাতুন নামের এক মুক্তিযোদ্ধার স্ত্রী টাকা ফেরত চাওয়ায় ওই বৃদ্ধাকে মারধর করছে অভিযুক্ত শিল্পী মেম্বরও তার স্বামী হাসান। এ ঘটনার পর কুষ্টিয়া সদর উপজেলায় উপস্থিত হয়ে শিল্পী মেম্বরের বিচার চেয়ে ৩২ জন মহিলা সাক্ষরিত একটি অভিযোগপত্র কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছেন ভুক্তভোগী নারীরা।

অভিযোগ সুত্রে জানাযায়, স্থানীয় জনপ্রতিনিধি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নং সংরক্ষিত আসনের ইউপি সদস্য (মেম্বার) শিল্পী মেম্বর ওই এলাকার ৪ নং ওয়ার্ডের রোকেয়া খাতুনসহ প্রায় অর্ধশত মহিলার কাছে থেকে বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃকালীন ভাতা দেয়ার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। এভাবে গত ৩ বছরে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের শত শত নারীদের কাছে থেকে বিভিন্ন সুবিধা দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ও প্রভাবশালী শিল্পী মেম্বর এমনই অভিযোগ করেন এলাকার শত শত মানুষ।

গত ৩ বছর আগে ৪ নং ওয়ার্ডের রোকেয়া খাতুনের কাছে ছেলের চাকুরী ও বিধবাভাতার কার্ড দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা দাবি করে ওই শিল্পী মেম্বর। পরে রোকেয়া খাতুন ১০ হাজার দেন। পরে ভাতার কার্ড না দিয়ে নানা তালবাহানা করতে থাকে। এরই মাঝে ৩ বছর অতিবাহিত হয়ে যায়। গত শুক্রবার সকালে রোকেয়া খাতুন শিল্পীর কাছে টাকা ফিরত চাইলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরে দুজনেই বাড়িতে চলে যায়। ঘটনার পরের দিন শনিবার সকালে রোকেয়া খাতুন মনিং ওয়ার্কে গেলে তার উপর হামলা চালায় শিল্পী মেম্বর ও তার স্বামী হাসান। তারা বৃদ্ধা রোকেয়া খাতুনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং চড় থাপ্পড় মেরে লাঞ্ছিত করে।

এ ঘটনার পর গত ১৭ নভেম্বর সকালে রোকেয়া খাতুনসহ ভুক্তভোগী ৩২ জন মহিলা সদর উপজেলায় উপস্থিত হয়ে ওই শিল্পী মেম্বরের বিরুদ্ধ অভিযোগ করেন। তাদের কাছে থেকে শিল্পী বিধবাভাতা-বয়স্কভাতা, চাকুরী দেয়াসহ বিভিন্ন কৌশলে ২ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। পরে তারা ইউএনও কাছে শিল্পী মেম্বারের বিচার চেয়ে একটি অবেনপত্র জমাদেন। এ সময় ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ভুক্তভোগীদের কথা শোনেন এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ ঘটনার পর পরই বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল সেই দিনই শিল্পী মেম্বার কে বরখাস্ত করেন বলে তিনি সাংবাদিকদের জানান । এছাড়া এ ঘটনায় বটতৈল ইউপি সদস্য আতিয়ার রহমান, আবুল কালাম ও সালাউদ্দিন কে দিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান। কিন্তু তদন্ত প্রতিবেদনের পরিবর্তে সাংবাদিক ডেকে হটাৎ করে ইউপি মহিলা সদস্যের বরখাস্ত প্রত্যাহারের ঘোষনা দেন ইউপি চেয়ারম্যান মোমিন মন্ডল।

এদিকে ওই ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত প্রসঙ্গ তুলে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন সাময়িক বরখাস্ত আদেশ টা শুধুমাত্র আইওয়াশ। ভুক্তভোগীদের অভিযোগ শুধু ৪ নং ওয়ার্ড নয় ৪,৫ ও ৬ নং ওয়ার্ড থেকে কয়েক শ দরিদ্র মানুষের কাছে থেকে মোটা অংকের টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন ওই শিল্পী। যা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে দাবী ভুক্তভোগীদের।

বটতৈল ইউপি চেয়ারম্যান এম এ মমিন মন্ডলের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গতকাল মাসিক সভায় শিল্পী মেম্বারের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। শিল্পী মেম্বারের বিরুদ্ধে আমাজর নিকট কেউ কোনো অভিযোগ দেয়নি। আমি আপনাদের (সাংবাদিক) মুখে শুনেই শিল্পী মেম্বারকে সাময়িক বরখাস্ত করি। ইউএনও মহাদয় শিল্পী মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমাকে কোন চিঠি দেয়নি। কিন্তু তার ইউপি সদস্যদের দিয়ে ৩ সদস্য বিশিষ্ট কমিটি সম্পর্কে তিনি কোন মন্তব্য করেনি।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

সর্বশেষ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে শ্লীলতাহানি, বরখাস্ত প্রধান শিক্ষককে পুলিশে সোপর্দ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির মামলায় বরখাস্ত প্রধান শিক্ষককে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

পাসপোর্ট সংশোধনে সরকারের নতুন নির্দেশনা

এনআইডির তথ্য অনুযায়ী পাসপোর্ট রি-ইস্যুর নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) দেওয়া তথ্য অনুযায়ী পাসপোর্ট...

আরও পড়ুন

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত ৭

কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন...

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একটি শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে।   বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে...

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে, কলেজছাত্রীর মৃত্যুর পর যুবক আটক

কুষ্টিয়ায় একটি আবাসিক হোটেলে শয্যা বিশ্বাস (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়...