মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পদক পেয়েছেন সমকাল পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা।
রোববার সমকাল পত্রিকার প্রতিনিধি সম্মেলনে এ পদক তুলে দেন পত্রিকাটির মালিক একে আজাদ। এসময় পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ারসহ পত্রিকার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমকালের নারায়নগঞ্জ প্রতিনিধি ও যশোর প্রতিনিধি তৌহিদুর রহমানকেও পদক প্রদান করা হয়।
প্রসঙ্গত, প্রায় ২০ বছর সাংবাদিকতা পেশায় যুক্ত সাংবাদিক সাজ্জাদ রানা সমকাল ছাড়াও বেসরকারী টেলিভিশন চ্যানেল ডিবিসি’র কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন।
অত্যন্ত পরিশ্রমী সাংবাদিক হিসেবে তিনি বেশ পরিচিত এই কলম সৈনিক সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ ও উন্নয়ন মূলক সাংবাদিকতার মাধ্যমে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের কাছে ব্যক্তিত্বসম্পন্ন, পরিচ্ছন্ন সাংবাদিক হিসেবে দীর্ঘসময় চড়াই উৎরায় পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তার এই সাফল্যে শুভকামনা জানিয়েছেন সহকর্মীরা।