জঙ্গীবাদ ও মাদক মুক্ত প্রজন্মগড়ার অঙ্গিকারে কুষ্টিয়া সরকারি কলেজ জঙ্গীবাদ ও মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে কুষ্টিয়া সরকারি কলেজের আয়োজনে এ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক মিজানুর রহমান, এছাড়া আরো বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রধান নুরউদ্দিন হোসেন, পদার্থ বিজ্ঞানের সহকারী অধ্যাপক লাল মোহাম্মদসহ সরকারি কলেজ ছাত্রলীগ কুষ্টিয়া শাখার সভাপতি শ্বপন হোসেন, সাধারন সম্পাদক লিমন ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জঙ্গীবাদ ও মাদক এই দুইটায় দেশ ও জাতি নির্মূলের প্রধান কারণ মাদক একটি জাতির মেধা ও শক্তিকে শূন্যতে পরিণত করে। বিশেষ করে মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, অতএব এই কলেজে যে সব বহিরাগতরা অনুপ্রবেশ করে নিজেরা ও কলেজের ছাত্রদের মাদক ধরিয়ে দিচ্ছে তাদেরকে কনোমতেই ছাড় দেওয়া হবে না। আইনের মাধ্যমে তাদের শাস্থির ব্যাবস্থা নেয়া হবে। কলেজের সুস্থ্য পরিবেশ সৃষ্টির লক্ষে যা যা করা দরকার তাই করা হবে। এসময় শিক্ষকসহ দুই শতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।