কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের ৩টি সরকারি প্রতিষ্ঠানসহ ৪টি দপ্তরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাতে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় ও সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসায় চুরি ঘটনা ঘটে। এর মধ্যে সুলতানপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসায় কিছু নগদ অর্থ চুরি হলেও বাকি ৩টি প্রতিষ্ঠানে কোন মালামাল খোয়া যায়নি বলে জানা গেছে।
পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে প্রধান ফটক ও আলমিরার তালা ভেঙ্গে মালামাল তছনছ করলেও উপজেলা চেয়ারম্যানের ২০১ নং কক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ২০৪ নং কক্ষের তালা ভাঙ্গলেও দরজার লক ভাঙ্গতে ব্যর্থ হওয়ায় চোর ভিতরে প্রবেশ করতে পারেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি রফিকুল ইসলাম জানান, সিসি টিভি ফুটেজ দেখে চোরকে সনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য ২০১৭ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ ২টি সরকারি দপ্তরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছিল।