কুষ্টিয়ার মিরপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১১) যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থানায় এ বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। ভিকটিম বাড়ী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।
ওই স্কুল ছাত্রীর দাদা জানান, মঙ্গলবার দুপুরে আমার নাতনী স্থানীয় ভাঙাবটতলা নামক মাঠে ছাগল রাখতে গেলে একই এলাকার মৃত আরশেদ সরদারের ছেলে মালেক (৬৫) ও মকছেদের ছেলে শফিকুল (৩০) যৌন নির্যাতন করে।
এ বিষয়ে স্থানীয় নওদাপাড়া গ্রামের আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নিয়ামত আলী জানান, এই এলাকায় এমন ঘটনা আগে ঘটেনি। আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিদের বিচার চাই।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওই শিক্ষার্থীকে যৌন নিপিড়নের বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর থানায় একটি লিখিত অভিযাগ দিয়েছে। বিষয়টি খতিয় দেখা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই যৌন নিপিড়নকারী পলাতক রয়েছে।