কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করছেন—এমন অভিযোগে ভোট বর্জন করেছেন। আজ দুপুর ১২টায় পোড়াদাহ এলাকায় নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ফারুকুজ্জামান জন অভিযোগ করেন, দুপুর ১২টা পর্যন্ত তিনি প্রায় অর্ধেক কেন্দ্র ঘুরে দেখেছেন। সবগুলো কেন্দ্রেই নৌকা প্রতীকের প্রার্থী কামারুল আরেফিনের কর্মী ও সমর্থকেরা ভোটকেন্দ্র দখল করে নিয়েছেন। সেখানে সাধারণ ভোটারেরা কেন্দ্রে যেতে পারেননি। লোকজনের অসুবিধা হচ্ছে। এ জন্য তিনি ভোট বর্জন করেছেন।
এ বিষয়ে কামারুল আরেফিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। প্রশাসন খুবই কঠোর অবস্থানে আছে। এখানে অনিয়মের প্রশ্নই উঠে না।
Discussion about this post